• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৬০ বছরে প্রথমবার কমলো চীনের জনসংখ্যা

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১২:৫২
নিউজ ডেস্ক

চীনে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে জনসংখ্যা। ২০২২ সালের শেষ দিকে দেশটিতে মোট জনসংখ্যা কমে দাঁড়ায় ১৪১ কোটি ১৭ লাখ ৫ হাজারে। এর আগের বছর ২০২১ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪১ কোটি ২৬ লাখ। আজ মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জনসংখ্যার এ পরিসংখ্যান প্রকাশের আগে ন্যাশনাল পিপলস কংগ্রেসের কৃষি ও গ্রামীণবিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান কাই ফ্যাং বলেছেন, ‘প্রত্যাশিতর চেয়ে অনেক আগেই শীর্ষে পৌঁছেছিল চীনের জনসংখ্যা। তবে জনসংখ্যা-অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২২ অথবা ২০২৩ সালের পরে আমাদের দেশ নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধির যুগে প্রবেশ করবে।’

চীনে গত বছর জন্মহার ছিল প্রতি এক হাজার জনে ৬ দশমিক ৭৭ জন, যা ২০২১ সালের ৭ দশমিক ৫২ জন্মহার থেকে কম। এ ছাড়া ১৯৭৬ সালের পর সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করেছে চীন। গত বছর মৃত্যুহার ছিল এক হাজার জনে ৭ দশমিক ৩৭ জন। ২০২১ সালে এ হার ছিল ৭ দশমিক ১৮।

এদিকে কয়েক বছর ধরে চীনের জনগণকে আরও সন্তান নিতে এবং বার্ধক্যজনিত কারণে তৈরি হওয়া জনসংখ্যাগত সংকট সমাধানে আহ্বান জানিয়ে আসছে দেশটির সরকার। এমনকি সন্তান জন্ম নেওয়ার পর ভর্তুকি দেওয়া থেকে শুরু করে ট্যাক্সের ক্ষেত্রেও নিয়মনীতি সহজ করেছে দেশটি।

চীন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close