• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে ইউক্রেনের হামলা, নিহত ১৪

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০২৩, ১১:১৮
আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে ইউক্রেনীয়ান সেনাবাহিনী হামলা করেছে বলে জানিয়েছে রাশিয়া। হামলায় ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ নিয়ন্ত্রিত নোভোইদারের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমরাস রকেট দিয়ে এ হামলা চালানো হয়।

এতে আরো বলা হয়, হাসপাতালে ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে কিয়েভ। এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনা হবে।

গত কয়েক মাস ধরে হাসপাতালটিতে বেসামরিক ও আহত সেনা সদস্যদের চিকিৎসা করা হতো বলেও বিবৃতিতে বলা হয়।

তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,হামলা,ইউক্রেন,হাসপাতাল,রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close