• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভূমিকম্প

তুরস্কে নিহতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭
আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বর্তমানের থেকে আট গুণ বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর: বিবিসি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ৩০০ ছাড়িয়েছে।

তুর্কি কর্তৃপক্ষ এই ভূমিকম্পে দেশটিতে দুই হাজার ৯০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ায় আরো এক হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে সাত দশমিক ৮ মাত্রার কম্পনে বড় বড় ভবন ধসে পড়ে। সে সময় ওই ভবনগুলোতে মানুষ ঘুমিয়েছিলো। এর কয়েক ঘণ্টা পর সাত দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৃতের এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে এবং তা বর্তমান সংখ্যার আটগুণে পৌঁছাতে পারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভূমিকম্প,তুরস্ক,বিশ্ব স্বাস্থ্য সংস্থা,নিহত,সংখ্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close