• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

রাশিয়ায় হামলার পরিকল্পনা পশ্চিমারা করছে না: বাইডেন

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় হামলা চালানোর কোনো পরিকল্পনা পশ্চিমারা করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পোল্যান্ডের রাজধানী ওয়ারশের রয়্যাল ক্যাসলের বাইরে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

পোল্যান্ডের সীমান্তবর্তী দেশ ইউক্রেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলার বছর পূর্তির প্রাক্কালে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, পুতিনের অভিযোগ ঠিক নয়। পশ্চিমারা রাশিয়ায় হামলার চক্রান্ত করছে না। রাশিয়ার লাখো নাগরিক, যাঁরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিতে বসবাস করতে চান, তাঁরা কারও শত্রু নন।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া ধারাবাহিকভাবে হামলা চালিয়ে গেলে পশ্চিমাদের শক্তি কমে আসবে বলে মনে করছেন মস্কোর নেতারা। কিন্তু পুতিন এখনো পশ্চিমাদের দৃঢ়তা বুঝতে পারেননি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পশ্চিমা,রাশিয়া,পরিকল্পনা,হামলা,জো বাইডেন,প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close