• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে: জেলেনস্কি

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৮
আন্তর্জাতিক ডেস্ক

রুশ সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাখমুতের অবস্থার বিষয়ে এ তথ্য জানান তিনি।

এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময়ে যেসব অঞ্চলে তীব্র যুদ্ধ হয়েছে দোনেৎস্কের বাখমুত সেগুলোর একটি। শহরটির একটি অংশ রাশিয়া ও তার বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্প্রতি রাশিয়ান বাহিনীর শিল্প শহরটি দখলের প্রচেষ্টা তীব্র হয়েছে। ইতোমধ্যে শহরের স্থলভাগ নিজেদের নিয়ন্ত্রণেও নিয়েছে।

স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের বিচ্ছিন্নবাদী নেতা ডেনিস পুসিলিন বলেন, বাখমুত শহরের প্রায় সব রাস্তা আমাদের নিয়ন্ত্রণে।

বাখমুতের পরিস্থিতি জানাতে গিয়ে সোমবার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণে পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও এখনো ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান ধরে রেখেছে।

তিনি সেনাদের বীরত্বের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এসময় ইউক্রেনে আধুনিক যুদ্ধ বিমান পাঠাতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ বিমানের মাধ্যমে আমাদের দেশের সমগ্র অঞ্চল রাশিয়ান সন্ত্রাস থেকে রক্ষা করা যাবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভলোদিমির জেলেনস্কি,ইউক্রেন,প্রেসিডেন্ট,রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close