• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট পদে জয়ী বোলা টিনুবু

প্রকাশ:  ০১ মার্চ ২০২৩, ১৯:৫৫ | আপডেট : ০১ মার্চ ২০২৩, ২০:০৮
আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা আহমেদ টিনুবু। বুধবার (১ মার্চ) টিনুবুকে বিজয়ী ঘোষণা করেন দেশটির নির্বাচন কমিশন (আইএনইসি)। খবর: আল জাজিরা।

৭০ বছর বয়সী এই প্রার্থী ৩৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আটিকু আবুবাকার ২৯ শতাংশ এবং লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়েছেন। তাদের দল শুরুতেই জালিয়াতির অভিযোগ এনে পুনরায় ভোট দাবি করেছে।

টিনুবু নাইজেরিয়ার ধনী রাজনীতিবিদদের একজন। তিনি গভর্নর থাকার সময় লাগোস নামে সবচেয়ে বড় শহরটি পুনর্নির্মাণ করেন। এটিই তার ভোটের প্রচারণায় কাজে লাগান।

তবে টিনুবু ওই শহরে ওবির কাছে পরাজিত হন। তরুণদের অনেকের পাশাপাশি শহুরে এলাকার লোকজন ওবিকে সমর্থন দেন। এই সমর্থন দেশটির দুই দলীয় ব্যবস্থাকে কাঁপিয়ে দেয়।

টিনুবু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য রাজ্যে জয় পান। সেখানে তিনি পলিটিক্যাল গডফাদার হিসেবে পরিচিত। তার নির্বাচনী স্লোগান ছিল- ইট'স মাই টার্ন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জয়ী,পদ,নাইজেরিয়া,প্রেসিডেন্ট,বোলা আহমেদ টিনুবু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close