• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৮, পদত্যাগ করলেন গ্রিসের পরিবহনমন্ত্রী

প্রকাশ:  ০২ মার্চ ২০২৩, ১৩:২৪
আন্তর্জাতিক ডেস্ক

ট্রেন দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানির জেরে পদত্যাগ করলেন গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। খবর: আল-জাজিরা।

মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কয়েকটি বগিতে আগুন ধরে যায়।

রেল অপারেটর হেলেনিক ট্রেন জানায়, যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৮ জন। আহত হয়েছেন অন্তত ৬৬ জন। এদের মধ্যে ছয়জন নিবিড় পরিচর্যায় রয়েছেন। বাকি যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান গ্রিক পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। এর পরপরই পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।

কারামানলিস বলেন, যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। যখন এমন দুঃখজনক কিছু ঘটে, তখন কিছুই হয়নি ভান করে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, আমি এটিকে (পদত্যাগ) আমাদের গণতন্ত্রের জন্য একটি প্রয়োজনীয় উপাদান বলে মনে করি। একে বলে রাজনৈতিক দায়িত্ব।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিবহনমন্ত্রী,গ্রিস,পদত্যাগ,নিহত,দুর্ঘটনা,ট্রেন,কোস্টাস কারামানলিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close