• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুদানে সোনার খনি ধসে ১৪ শ্রমিক নিহত

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২৩, ১০:৫৬
আন্তর্জাতিক ডেস্ক

সুদানে একটি সোনার খনিধসে অন্তত ১৪ শ্রমিক নিহত ও আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনি ধসে পড়লে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সুদানের রাষ্ট্রায়ত্ত সংস্থা সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি বার্তা সংস্থা রয়টার্সকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

কোম্পানির কর্মকর্তা মুআতাজ হাজি বলেন, জাবাল আল আহমার নামক খনির পাশে অবস্থিত একটি পাহাড় আংশিকভাবে ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

মুআতাজ হাজি জানান, দুর্ঘটনাস্থল লেক নুবিয়ার তীরবর্তী শহর ওয়াদি হাফা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, খনি শ্রমিকরা ভারি যন্ত্রপাতি নিয়ে খনিটিতে সোনা তল্লাশির কাজ করছিলেন। এমন সময়ই হঠাৎ ধসে পড়ে পাশের পাহাড়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,সুদান,সোনার,খনি,শ্রমিক,ধস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close