• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউ গিনি

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২৩, ১০:৩৫
আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি। দেশটিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) ভোর ৪টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এখন পর্যন্ত এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিলো ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস অনুমান করেছে, ৪৫ লাখ মানুষ এ ভূমিকম্প অনুভব করেছেন, যার মধ্যে সাড়ে ৪ লাখ মানুষ ‘শক্তিশালী’ কম্পন অনুভব করেছেন।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা নেই। তথ্যসূত্র: রয়টার্স।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পাপুয়া নিউ গিনি,ভূমিকম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close