• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ

প্রকাশ:  ০৪ মে ২০২৪, ২০:৫০
পূর্বপশ্চিম ডেস্ক

পানির পাইপ লাইনে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেডের (এপিএসসিএল) দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার রাতে ময়লা প্রবেশ করায় বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দেয়। শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। কর্তৃপক্ষের আশা, রাত ৯টার দিকে ইউনিট দুটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এপিএসসিএল-এর ছয়টি কেন্দ্র থেকে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি আনতে হয়। গতকাল শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ে। এর ফলে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।

এপিএসসিএল’র নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ আজ শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে বলেন, পানির পাইপে ময়লা ঢুকে সমস্যা সৃষ্টি হয়। আশা করছি, রাত ৯টার মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে।

বিদ্যুৎকেন্দ্রে,উৎপাদন,বন্ধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close