• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

গ্রেপ্তারের পর মুক্ত ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২৩, ১১:৫৩
আন্তর্জাতিক ডেস্ক

গ্রেপ্তারের কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনানি শেষে ম্যানহাটনের আদালত কক্ষ ত্যাগ করেছেন তিনি। বের হওয়ার সময় ট্রাম্প কোনো কথা বলেননি।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে গাড়িবহর নিয়ে ম্যানহাটনের আদালতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এ সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় শহরজুড়ে। ৭৬ বছরের ট্রাম্প গাড় নীল স্যুট ও লাল টাই পরে আদালতে উপস্থিত হন।

সাবেক পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মির মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নির (ডিএ) কার্যালয়ে মঙ্গলবার আত্মসমর্পণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হন ট্রাম্প।

আদালতে তিনি ৫৭ মিনিটের মতো অবস্থান করেন। সেখানে ব্যবসায়িক প্রতারণার ৩৪টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের মামলার পরবর্তী ব্যক্তিগত শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

আদালতের বাইরে কথা বলার সময় ট্রাম্পের অ্যাটর্নি টড ব্লাঞ্চ বলেন, আমার মক্কেল হতাশ এবং বিচলিত।

ব্ল্যাঞ্চ এই বিচারকে সম্পূর্ণ রাজনৈতিক বলে অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আজ মোটেও ভালো দিন নয় ... এই দেশে এটি ঘটবে আশা করিনি। বিশেষ করে এমন একজনের সঙ্গে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আমরা এসবের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, কঠোর লড়াই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডোনাল্ড ট্রাম্প,গ্রেপ্তার,মুক্ত,প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close