• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাপানে ১০ আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০২৩, ১১:২৩
আন্তর্জাতিক ডেস্ক

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে ১০ জন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের আরোহীদের উদ্ধারে অভিযান চলছে। খবর: রয়টার্স।

জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি সেনা পরিবহনের জন্য ব্যবহৃত হয়।

তিনি বলেন, হেলিকপ্টারটি ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমাতে জিএসডিএফের একটি ঘাঁটি ছেড়ে যাওয়ার পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটি একটি বায়বীয় পরিদর্শন মিশনের সময় মিয়াকোজিমার চারপাশে পানিতে টহল দিচ্ছিলো।

ইয়াসুনোরি মরিশিতা বলেন, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ আরোহীর কেউ বেঁচে আছেন কি না, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জাপানের একটি সংবাদমাধ্যম জানায়, দেশটির কোস্টগার্ডের একটি দল সাগরে ভাসমান তেল শনাক্ত করেছে, যা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিধ্বস্ত,হেলিকপ্টার,জাপান,আরোহী,সামরিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close