• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

পাকিস্তানে বোমা বিস্ফোরণে চারজন নিহত

প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৩, ১৯:৩১
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও আহত হয়েছেন আরো ১৫ জন। সোমবার (১০ এপ্রিল) কোয়েটার শাহরাহ-ই-ইকবাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর: ডন।

এসএসপি অপারেশন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জোহাইব মহসিন জানান, পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক একটি মোটরসাইকেলে রাখা ছিলে।

তিনি জানান, আহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তাদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জোহাইব মহসিন বলেন, প্রাথমিক তথ্যমতে, বিস্ফোরণে তিন থেকে চার কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের একটি পুলিশ ভ্যানসহ দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিভি ফুটেজে দেখা যায়, পুলিশের একটি ক্ষতিগ্রস্ত গাড়ি ঘিরে রেখেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স চলে যেতেও দেখা গেছে।

জিও নিউজের খবরে বলা হয়, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। তাদের মরদেহ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,পাকিস্তান,বোমা বিস্ফোরণ,আহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close