• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৩, ১০:৫২
আন্তর্জাতিক ডেস্ক

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাত হানে। এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। পরে অবশ্য এই নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। খবর: আল-জাজিরা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

জয়েন্ট চিফস অব স্টাফস জানান, মধ্যবর্তী পাল্লার বা তার বেশি বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিলো।

জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পানিতে পড়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি দেশটি। তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।

এদিকে জয়েন্ট চিফস অব স্টাফস সাংবাদিকদের এক ক্ষুদেবার্তায় জানায়, এ বিষয়ে বিস্তারত জানতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা যৌথভাবে কাজ করছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উত্তর কোরিয়া,ক্ষেপণাস্ত্র,ব্যালিস্টিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close