• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চীনে হাসপাতালে আগুন লেগে নিহত ২১

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৩, ২৩:৫৮
আন্তর্জাতিক ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বেইজিংয়ের ফেংতায় জেলায় অবস্থিত চ্যাংফেং হসপিটাল নামে বহুতল ওই হাসপাতালে আগুন লাগে।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে একটি অগ্নিনার্বাপক দল। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেই সঙ্গে চলতে থাকে উদ্ধার অভিযান।

বেইজিং ডেইলির প্রতিবেদন মতে, হাসপাতাল থেকে প্রায় ৭১ জনকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর আগে উদ্ধার হওয়া ২১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এক প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগ মাধ্যমে উইবোতে এক পোস্টে বলেন, এটা খুবই হৃদয়বিদারক। আমি আমার বাসার জানালা থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছি। আগুন লাগার পর অনেকেই এয়ার কন্ডিশোনিং ইউনিটে দিশেহারা হয়ে দাঁড়িয়ে ছিলেন। আবার অনেকেই ঝাপ দিয়েছেন।

চীনে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই বিরল। তবে বেইজিংয়ের এই হাসপাতালে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দেশটির কর্তৃপক্ষ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,চীন,হাসপাতাল,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close