• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতে আবারো বাড়ছে করোনার সংক্রমণ

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৩, ১২:০১
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে আবারো বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার ব্যক্তি নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনার উপ-প্রকরণ এক্সবিবি.১.১৬ কারণে হঠাৎ করে সংক্রমণ বাড়ছে। তবে তারা বলেছেন, সংক্রমণ বাড়লেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার বদলে করোনা বিধি মেনে চলা ও করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই। তবে ২০২০ সালের শুরুর দিকে ভাইরাসটির সংক্রমণ নিয়ে ভারতজুড়ে যে আতঙ্ক ছড়িয়েছিলো এখন তেমন কিছু নেই।

এমনকি বিধিনিষেধ মানতে সাধারণ মানুষকে বাধ্য করতেও তেমন সরকারি-বেসরকারি তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সংক্রমণ,ভারত,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close