• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত

প্রকাশ:  ০১ মে ২০২৩, ১৪:১৫
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন নেতা প্রধান আবু হুসেইন আল-কুরাইশিকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি ওই জঙ্গিগোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন।

সোমবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির ওপর নজর রাখছিলো। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে সংস্থাটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।

তিনি বলেন, কোনো ভেদাভেদ ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো।

অবশ্য আইএস এখন পর্যন্ত তুরস্কের এ অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এছাড়া বিবিসিও নিরপেক্ষভাবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।

এর আগে, গত বছরের নভেম্বরে আইএস তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সে সময় জানায়, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,আইএস,হামলা,সিরিয়া,তুরস্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close