• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

প্রকাশ:  ০৮ মে ২০২৩, ১৯:০৮ | আপডেট : ০৮ মে ২০২৩, ১৯:২৪
বিনোদন ডেস্ক

চলে গেলেন বাংলা সাহিত্যের অন্যতম লেখক সমরেশ মজুমদার (৭৯)। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

সোমবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, সোমবার পৌনে ৬টা নাগাদ এই কথাসাহিত্যিকের মৃত্যু হয়।

সমরেশ মজুমদারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মমতা বলেন, ‘সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল।’

১৯৬৭ সালে দেশ পত্রিকায় প্রকাশিত ‘দৌড়’-এর পরে কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ, বুনো হাঁসের মতো একাধিক উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অগণিত সম্মাননা।

সমরেশ মজুমদারের জন্ম ১৯৪৪ সালের ১০ মার্চ, জলপাইগুড়ির চা বাগান ঘেরা ডুয়ার্সে। তার স্কুলজীবন কেটেছে জলপাইগুড়ি জেলা স্কুলে। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।

চিত্রনাট্যকার হিসেবে বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ডের পালকও রয়েছে তার মুকুটে।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

সমরেশ মজুমদার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close