• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রায় শীর্ষে মিয়ানমার

প্রকাশ:  ১০ মে ২০২৩, ১৭:১৪
আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মিয়ানমারের চাউক। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডট কমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায়ও চাউকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা ছিলো ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

একই তাপমাত্রা ছিলো নাইজারের টিলাবেরি শহরে। তবে সেটিকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে এলডোরাডো ওয়েদার।তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ চাদের ন’জামেনা শহর। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

চতুর্থ স্থানে থাকা সেনেগালের মাতাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চম স্থানে নাইজারের বির্নি-এন’কনি শহর, যার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের ছোর শহর। সেখানে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সপ্তম, অষ্টম, নবম স্থানে থাকা শহরগুলোতেও। এসব স্থানে রয়েছে যথাক্রমে নাইজারের গৌরে, সেনেগালের লিঙ্গুর এবং একই দেশের পোডর শহর। দশম স্থানে রয়েছে মৌরিতানিয়ার আকজুজত শহর। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মিয়ানমার,বিশ্ব,সর্বোচ্চ,তাপমাত্রা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close