• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাকিস্তানে সেনা ছাউনিতে হামলায় নিহত ১৩

প্রকাশ:  ১৩ মে ২০২৩, ২১:২৯
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে হামলা-পাল্টা হামলায় অন্তত ১৩ জন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছে।

শনিবার (১৩ মে) সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের গ্রেপ্তার ইস্যুতে পুরো পাকিস্তান উত্তাল। এর মধ্যেই শুক্রবার (১২ মে) সন্ধ্যায় বেলুচিস্তানের মুসলিম বাগ জেলায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের একটি সেনা ছাউনিতে হামলা চালায় ভারি অস্ত্রে সজ্জিত বিদ্রোহীরা।

বিবৃতিতে বলা হয়, হামলার পর আর্মি কম্পাউন্ডের একটি আবাসিক এলাকায় অন্তত তিনটি সেনা পরিবারকে জিম্মি করা হয়। জিম্মি পরিবারগুলোর উদ্ধারে অভিযান চালানো হয়। বিদ্রোহীদের সঙ্গে রাতভর গোলাগুলি চলে।

গোলাগুলিতে ৭ জন সেনা নিহত হয়। এছাড়া বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়। একদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই ওই হামলার দায় স্বীকার করেনি। তবে এতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,হামলা,সেনা ছাউনি,পাকিস্তান,আহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close