• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের আঘাত

প্রকাশ:  ২০ মে ২০২৩, ১০:১৫
আন্তর্জাতিক ডেস্ক

প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ওই এলাকার আশেপাশ আরো বেশ কয়েকবার কেঁপে ওঠে (আফটার শক)।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে সুনামির কোনো সতর্কতা নেই।

এর আগে শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরজুড়ে আঘাত হানে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর একটু পরই প্যাসিফিকি সুনামি সতর্কতা কেন্দ্র চারটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করে। পাশাপাশি ফরাসি দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে পরে তা তুলে নেয়া হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আঘাত,ভূমিকম্প,দক্ষিণ প্রশান্ত মহাসাগর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close