• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভেঙে গুড়িয়ে দেয়া হলো সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি

প্রকাশ:  ০১ জুলাই ২০২৩, ১১:৫২ | আপডেট : ০১ জুলাই ২০২৩, ১১:৫৬
পূর্বপশ্চিম
সন্ধ্যা মুখোপাধ্যায়

অকল্পনীয় অভাবনীয় বললেও কম বলা হবে। একেবারে নিঃশব্দে ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো ভারতের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঐতিহাসিক বাড়ি। বাংলার সর্বকালের সেরা গায়িকার মৃত্যুর মাত্র ১৬ মাসের ভেতরে। অথচ এই বাড়ি সংরক্ষণ যোগ্য হওয়ার মতো ছিল। অনেক গায়ক ও সুরকার ওই বাড়িতে গিয়েছেন বারবার।

কেউই অনুমান করতে পারেননি এভাবে এত দ্রুত বাড়ির উপর প্রোমোটার চক্রের হস্তক্ষেপ হবে। সন্ধ্যার একমাত্র মেয়ে সৌমি কেন তার বিখ্যাত বাবা-মায়ের স্মৃতি এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তা কেউ জানেন না।

সম্পর্কিত খবর

    সন্ধ্যা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। সেই বাড়ির কাছে থাকেন বিশিষ্ট নেতা অভিনেতা পরিচালক কেউই জানতেই পারেননি বাড়ি ভাঙা হবে।

    ভাঙা বাড়ির মধ্যেই ধুলোয় পড়েছিলো সুন্দর অনেক জিনিসপত্র। সন্ধ্যার কাছে ঈশ্বরের সমতুল্য ছিলেন তার গুরু বড়ে গুলাম আলি খান। তারও একটি ছবি পড়েছিল ধ্বংসস্তূপের ময়লার মধ্যে।

    সোমবার একটি ওয়েবসাইটে ভিডিও দেখানো শুরু হতেই গানের জগতে হইচই শুরু হয়ে যায়। কেউই জানতেন না বাড়ি বিক্রি হয়ে যাওয়ার কথা।

    সন্ধ্যার খুবই ঘনিষ্ঠ ছিলেন সুরকার সুপর্ণকান্তি ঘোষ এবং গায়ক সৈকত মিত্র তারাও সোমবারই জানতে পারেন ভিডিও দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন তারা।

    এখনো খন্ডহরের মধ্যে গেটের বাঁদিকে জ্বলজ্বল করছে তার বাড়ির ঠিকানা ডি/৬১৩, লেক গার্ডেন্স। ডান দিকে লেখা এস গুপ্ত। ভেঙে ফেলা ধ্বংসস্তূপ এর মধ্যে ছড়ানো-ছিটানো সন্ধ্যার অনেক স্মৃতি। উজ্জ্বল এক ঝাঁক পায়রার গায়িকার বাড়ির চত্বরে এখন শুধুই বিষাদের ছায়া।

    এসজে

    সন্ধ্যা মুখোপাধ্যায়
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close