• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দুদিনের অভিযানে ১২ ফিলিস্তিনি, পাল্টা হামলায় ইসরায়েলি সেনা নিহত

প্রকাশ:  ০৫ জুলাই ২০২৩, ১০:১৫ | আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দুদিনের অভিযানে এ পর্যন্ত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শরণার্থী শিবির ছেড়ে গেছেন প্রায় তিন হাজার ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীকে পাল্টা জবাব দিতে শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় জেনিনে ফিলিস্তিনের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর আগে বিকেলে তেল আবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে হামলায় অন্তত ৮ ইসরায়েলি আহত হয়। খবর আল-জাজিরার।

এদিকে, ইসরায়েলি বাহিনী তাদের একজন সেনা কর্মকর্তা নিহতের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস টুইট করে এ তথ্য জানিয়েছে।

টুইটবার্তায় বলা হয়, ‘মঙ্গলবার সন্ধ্যায় জেনিনে অবৈধ অবকাঠামো উচ্ছেদ অভিযানের সময় গোলাগুলিতে আমাদের একজন নন-কমিশনড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আমরা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নৃশংস সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শতাধিক।

জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রউফ জানিয়েছেন, প্রায় তিন হাজার মানুষ শরণার্থী শিবির ছেড়ে নিরাপদে আশ্রয়ে ছুটছেন।

এসজে

ফিলিস্তিনি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close