• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দুই সাংবাদিককে হত্যার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ান গোয়েন্দারা

প্রকাশ:  ১৬ জুলাই ২০২৩, ১০:০৬
নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়েছে। গোয়েন্দা সংস্থা সেই অপতৎপরতা ভণ্ডুল করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ সংবাদমাধ্যমে এমনটি জানিয়েছে।

দুই সাংবাদিক হলেন— জাতীয় গণমাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমনইয়ান এবং সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সেনিয়া সোবচাক।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির সম্পাদকসহ দুই জনপ্রিয় সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়। রাশিয়ার আদালত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজন কিশোর যাদের জন্ম ২০০৫ ও ২০০৬ সালে। অন্য দুজন প্রাপ্ত বয়স্ক।

জাতীয় ঘৃণায় উৎসাহিত হয়ে তারা জনপ্রিয় দুই রুশ সাংবাদিককে হত্যার ফন্দি আঁটে। এ দুই সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে আটককৃতরা তাদের বাড়ি ও কর্মস্থলের কাছে পুনঃতদন্ত চালিয়েছে।

গোয়েন্দা সংস্থা এফএসবি যে ফুটেজ প্রকাশ করেছে তাতে কয়েকজন সন্দেহভাজনকে আটক অবস্থায় দেখা গেছে। এ ছাড়া নাৎসিবাদের ওপর অস্ত্র ও বই জব্দ করা হয়েছে।

আটককৃতরা ‘অনুচ্ছেদ-88 নামে’ গ্রুপে সংঘবদ্ধ ছিল। ইউক্রেনের হয়ে তারা সাংবাদিক হত্যার মিশনে নামার তথ্য স্বীকার করেছে। মিশন সফল হলে তারা ১৫ লাখ রাশিয়ান রুবল পুরস্কার পাওয়ার কথা স্বীকার করেছেন।

রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close