• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘নিখোঁজ’ রহস্যের মধ্যেই বরখাস্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৬ জুলাই ২০২৩, ০২:২৬
পূর্বপশ্চিম ডেস্ক

এক দশক ধরে চীনের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের পর চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন প্রেসিডেন্ট শি ঘনিষ্ঠ কিন গ্যাং। তবে এক মাস আগে হঠাৎ তার খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ না মিললেও কিন গ্যাংকে বরখাস্তের ঘোষণা দিয়েছে বেইজিং।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটিতে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান ওয়াং ই-কে।

সাত মাস আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান কিন গ্যাং। গত ২৫ জুন তাকে সবশেষ জনসমক্ষে দেখা যায়। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার তাকে অপসারণ করে কর্তৃপক্ষ। তবে অপসারণের কোনো কারণ জানানো হয়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের শীর্ষ আইনসভা ওয়াং ই-কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। এরমধ্য দিয়ে কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি এই পদক্ষেপ অনুমোদনের ডিক্রিতে সাক্ষর করেছেন।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে দুই বছরেরও কম রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর ২০২২ সালের ডিসেম্বরে তাকে পররাষ্ট্রমন্ত্রী মনোনীত করা হয়। এই পদে নিয়োগ পাওয়াদের মধ্যে অন্যতম কম বয়সী নেতা ছিলেন তিনি।

চীন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close