• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বোমা আতঙ্কে জনশূন্য করা হলো আইফেল টাওয়ার

প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৩, ২১:৪৯
পূর্বপশ্চিম ডেস্ক
আইফেল টাওয়ারের নিচে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী/সংগৃহীত

বোমা আতঙ্কে নিরাপত্তা হুমকির জেরে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ার থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১২ আগস্ট) ওই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই আশপাশে থাকা দর্শনার্থীদের সরিয়ে নেয় নিরাপত্তাবাহিনী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আইফেল টাওয়ার পরিচালনাকারী কর্তৃপক্ষ এসইটিই জানায়, নিরাপত্তা হুমকি থাকায় সেখানকার একটি রেস্তোঁরাসহ ভবন ও সামনের চত্ত্বর খালি করা হয়। এরপর পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারীরা সেখানে তল্লাশি চালান।

সংস্থাটি বলছে, এমন পরিস্থিতি বিরল হলেও তাদের কাছে এই তল্লাশি কার্যক্রম স্বাভাবিক।

যদিও বোমা আতঙ্ক কীভাবে ছড়ালো সে বিষয়ে কিছু জানায়নি নিরাপত্তাবাহিনী।

এমনকি শেষমেশ আইফেল টাওয়ার বা এর আশপাশের এলাকায় বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।

কয়েক ঘণ্টা পর আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আইফেল টাওয়ার।

এর আগে, ২০১৯ সালেও এক ব্যক্তির অস্বাভাবিক আচরণের কারণে আইফেল টাওয়ার খালি করা হয়েছিল।

স্মৃতিস্তম্ভের দক্ষিণ স্তম্ভের পাদদেশে একটি পুলিশ স্টেশন রয়েছে। এছাড়া পুরো প্রাঙ্গণটি ভিডিও নজরদারির আওতায় রাখা হয়। দর্শনার্থীদের প্রবেশের আগে নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।

১৮৮৭ সালের জানুয়ারিতে প্যারিসের আইফেল টাওয়ার নির্মাণ শুরু হয়। কাজ শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। প্রতি বছর বিশ্বের লাখ লাখ পর্যটক আইফেল টাওয়ার দর্শন করতে যান।

২০২২ সালে আইফেল টাওয়ারে ঘুরতে গেছেন ৬২ লাখ পর্যটক।

আইফেল টাওয়ার,বোমা আতঙ্ক,নিরাপত্তা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close