• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গম আমদানিতে দরপত্র দাখিলের সময় কমলো

প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৩, ১৯:২৩
নিজস্ব প্রতিবেদক

গম আমদানিতে দরপত্র দাখিলের সময় ২৭ দিন কমিয়েছে সরকার। ৪২ দিনের পরিবর্তে এখন থেকে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দরপত্র জমা করতে হবে।

বুধবার (৩০ আগস্ট) অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভায় এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সম্পর্কিত খবর

    সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গম আমদানির লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ১৫ দিন নির্ধারণ করার জন্য প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

    এর আগে, গত ১২ জুলাই অনুষ্ঠিত সভায় জি-টু-জি (সরকার থেকে সরকার) ভিত্তিতে গম আমদানির ক্ষেত্রে দরপত্র পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দাখিলের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

    এ বিষয়ে সাঈদ মাহবুব খান বলেন, ১২ জুলাই জিটুজি ভিত্তিতে গম আমদানির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দরপত্র দাখিলের নীতিগত অনুমোদন দেওয়া হয়। আর আজ যে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে তা উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে। যা সবার ক্ষেত্রে প্রযোজ্য।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close