• রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাশিয়ায় পৌঁছেছেন কিম জং উন

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক

রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। করোনা ভাইরাসের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

সম্পর্কিত খবর

    দিন কয়েক আগে আমেরিকা জানিয়েছিল, কিম রাশিয়া যাবেন। পুতিনকে সমরাস্ত্র দিতে পারেন তিনি।

    তাদের কথা সত্যি হলো। রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিম। ব্লাডিভস্তকে এই বৈঠক হতে পারে।

    উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিজস্ব ট্রেনে করে কিম জং উন রাশিয়ায় প্রবেশ করেন বলে তারা মনে করে।

    কিমের সঙ্গে আছেন সামরিক ও দলের প্রতিনিধিরা। তবে কারা গেছেন, কতজন গেছেন তা জানানো হয়নি।

    ক্রেমলিনের ওয়েবসাইটে সোমবার বলা হয়েছে, পুতিনের আমন্ত্রণে কিম আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া সফরে আসছেন।

    করোনার পর থেকে এই প্রথমবার দেশের বাইরে গেলেন কিম। করোনার পর উত্তর কোরিয়া থেকে কেউ বেরোতে পারেননি।

    কিম ও পুতিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুতিন সোমবার সে বৈঠকে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুতিনের সেখানে উপস্থিত থাকার কথা।

    বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুতিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, পুতিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুতিন সাহায্য ভিক্ষা করছেন।

    বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন।

    ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, পুতিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন। তিনি জানিয়েছেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close