• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভাগাড়ে মিললো চুরি হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক!

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৬
আন্তর্জাতিক ডেস্ক

উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি থেকে চুুরি হওয়া একটি ট্যাংক ভাগাড়ে পাওয়া গেছে। ইসরায়েলের পুলিশ এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের উত্তরে ইলিয়াকিম ইন্টারচেঞ্জের কাছে একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটি থেকে ট্যাঙ্কটি চুরির তথ্য জানিয়েছিলো।

ট্যাংকটি পরে উপকূলীয় শহর হাইফা থেকে ২০ কিমি (১২ মাইল) দক্ষিণে একটি ভাগাড়ে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হয়, ট্যাংটি সক্রিয় নয় এবং ঘটনাস্থল থেকে চুরি হয়।

চুরি হওয়া ট্যাংকটি শনাক্ত করার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। পরে পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথ তদন্ত শুরু করে।

ইসরায়েল সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকটি মারকাভা এমকে ২-এর চেসিস ছিল। বহু বছর আগে এটা বাতিল (প্রত্যাহার) করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, এটা যুদ্ধের কোনো উপকরণ ছিল না এবং এর সিস্টেমও কাজ করে না। ট্যাংকটি একটি ফায়ারিং এলাকায় অবস্থান করছিলো যা যে কোনো পথচারীর জন্য উন্মুক্ত ছিলো। সৈন্যদের অনুশীলনের জন্য এটি একটি স্থির যানবাহন হিসাবে ব্যবহৃত হতো।

বিবৃতিতে বলা হয়, ট্যাংকটি 'নিরাপত্তা ব্যবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ট্যাংক,সেনাবাহিনী,ইসরায়েল,চুরি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close