• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানো হবে না: ঋষি সুনাক

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৮ | আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:৫৮
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে ব্রিটিশ সামরিক প্রশিক্ষক মোতায়েনের কোনো পরিকল্পনা যুক্তরাজ্য সরকারের নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রোববার (১ অক্টোবর) ম্যানচেস্টারে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

গত মাসে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান গ্রান্ট শ্যাপস। দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকাকে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে ব্রিটিশ সামরিক প্রশিক্ষক মোতায়েন করতে চান তিনি।

শ্যাপসের সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় সুনাক বলেন, ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর কোনো আশু পরিকল্পনা তার সরকারের নেই।

ম্যানচেস্টারে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনের শুরুতে সুনাক সাংবাদিকদের বলেন, তার সরকারের প্রতিরক্ষামন্ত্রী যা বলেছেন তা হলো, ভবিষ্যতে কখনো যুক্তরাজ্যের পক্ষে ইউক্রেনে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হতে পারে।

তিনি বলেন, এটা একটা দীর্ঘমেয়াদি বিষয়। এটা এখনকার বিষয় নয়। বর্তমানে যুদ্ধ করার জন্য কোনো ব্রিটিশ সেনা পাঠানো হবে না

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঋষি সুনাক,ইউক্রেন,ব্রিটিশ,সেনা,যুক্তরাজ্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close