• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আমরা গাজার চেহারা পাল্টে দেবো: গ্যালান্ট

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২৩, ১১:৪২
আন্তর্জাতিক ডেস্ক

‘গাজায় বাস্তবতার চেহারা পরিবর্তন’ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। রোববার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করা ভিডিও বার্তায় তিনি এ হুমকি দেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিডিও বার্তায় ইয়োভ গ্যালান্ট বলেন, আমরা আজ শয়তানের চেহারা দেখেছি। নারী, শিশু এবং বয়স্কদের মধ্যে পার্থক্য না করেই হামাস সন্ত্রাসী আক্রমণ শুরু করেছে। হামাস খুব দ্রুত বুঝতে পারবে যে তারা একটি গুরুতর ভুল করেছে। আমরা গাজা উপত্যকায় বাস্তবতার চেহারা পাল্টে দেবো।

এদিকে দ্বিতীয় দিনে পা দিয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এতে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৩০০ ছুঁয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ ফিলিস্তিনি।

শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশে ঘোষণা করেছিলেন, ইসরায়েল এখন যুদ্ধে রয়েছে।

তিনি বলেন, আমি গাজার জনগণকে বলছি, ‌‌‘এখনই বেরিয়ে যাও, কারণ আমরা সমস্ত শক্তি দিয়ে সর্বত্র কাজ করতে যাচ্ছি’। আমরা শেষ পর্যন্ত আঘাত করবো। ইসরায়েল এবং এর জনগণের উপর তারা যে কালো দিনটি নিয়ে এসেছে, তা শক্তির সাথে প্রতিশোধ নেবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চেহারা,গাজা,ইয়োভ গ্যালান্ট,প্রতিরক্ষামন্ত্রী,ইসরায়েল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close