• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিবৃতিতে জাতিসংঘ

ইসরায়েলি হামলায় গাজায় লাখো ফিলিস্তিনি বাস্তুচ্যুত

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২৩, ১৩:০৪
আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলার জেরে গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। রোববার (৮ অক্টোবর) রাতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ বলছে, ইসরায়েলি হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়া ফিলিস্তিনির সংখ্যা রাতারাতি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

জাতিসংঘের সংস্থাটি জানায়, ইউএনআরডব্লিউএর ৬৪টি আশ্রয়শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৪ হাজার।

গাজা উপত্যকার বেসামরিক এলাকাসহ বিভিন্ন অংশে ভারী গোলাবর্ষণ ও বিমান হামলা অব্যাহত থাকায় ইউএনআরডব্লিউএর শিবিরে আশ্রয়প্রার্থী ফিলিস্তিনিদের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইউএনআরডব্লিউএ জানায়, গাজা উপত্যকায় বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়ার একটি স্কুলে হামলা হয়েছে। ইউএনআরডব্লিউএর এই আশ্রয়শিবিরে ২২৫ জনের বেশি মানুষ ছিলো।

হামলায় আশ্রয়শিবিরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউএনআরডব্লিউএ বলছে, বেসামরিক লোকজনের সুরক্ষা সব সময় নিশ্চিত করতে হবে, এমনকি যুদ্ধের সময়ও। আশ্রয়শিবির, স্কুলসহ কোনো বেসামরিক অবকাঠামোকে কখনোই হামলার নিশানা করা উচিত নয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিবৃতি,জাতিসংঘ,বাস্তুচ্যুত,ফিলিস্তিনি,গাজা,ইসরায়েল,হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close