• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জাতিসংঘ বলছে ‘অসম্ভব’

১১ লাখ বাসিন্দাকে উত্তর গাজা ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০২৩, ১১:১৪
আন্তর্জাতিক ডেস্ক

২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চলীয় ১১ লাখ মানুষের সবাই যেন বাড়িঘর ছেড়ে সরে যায়, ইসরায়েল এমনটি চাইছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জাতিসংঘ বলছে, সেখানে বসবাসকারীর সংখ্যা প্রায় ১১ লাখ, যা গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এর মধ্যে ঘনবসতিপূর্ণ গাজা সিটিও রয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্যরাতের ঠিক আগে জেরুজালেমের স্থানীয় সময় রাত ১১টায় এই সতর্কতা জারি হয়।

বিবৃতিতে জাতিসংঘ বলছে, চরম মানবিক পরিস্থিতি ছাড়া এত বিপুল পরিমাণ মানুষ সরিয়ে নেওয়া অসম্ভব।

ইসরায়েল স্থলপথে বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে, এরই অংশ হিসেবে লোকজনকে সরে যেতে বলছে। এরই মধ্যে গাজা সীমান্তে ভারী ভারী যুদ্ধ সরঞ্জাম ভিড়িয়েছে ইসরায়েল। সেনা মোতায়েনও করেছে লাখ লাখ।

শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরায়েলে হামাসের উপর্যুপরি রকেট হামলার পরই দুপক্ষের সংঘাত শুরু হয়। গাজায় এক হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্যদিকে এক হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি এ পর্যন্ত নিহত হয়েছেন। দেড় শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস। তবে হামাস এ সংখ্যা আরো বেশি বলে দাবি করেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জাতিসংঘ,আল্টিমেটাম,গাজা,বাসিন্দা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close