• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাজায় যুদ্ধবিরতি চায় রাশিয়া, জাতিসংঘে প্রস্তাব

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০২৩, ১৪:১৯
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল-হামাস চলমান যুদ্ধের বিরতি চায় রাশিয়া। এর প্রেক্ষিতে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। শুক্রবার (১৩ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, খসড়া প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিকদের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।

জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, নিরাপত্তা পরিষদকে অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রক্তপাত বন্ধ এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করতে হবে।

তিনি বলেন, খসড়া প্রস্তাবটির বিষয়ে নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

এদিকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলি বোমা হামলায় দুই হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রস্তাব,জাতিসংঘ,রাশিয়া,গাজা,যুদ্ধবিরতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close