• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইসরায়েলি হামলা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৮০৮, আহত ১০৮৫৯

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২৩, ০০:৪২
আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৮০৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ১০ হাজার ৮৫৯ জন। সোমবার (১৬ অক্টোবর) এ খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর: আল-জাজিরার।

গাজার সরকারি মিডিয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় ২৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৪ শতাংশ নারী ও শিশু। এর মধ্যে ৩৭ চিকিৎসা কর্মী, চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস রয়েছেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৩ হাজার ৫০০ জন। '

ইসরায়েল-হামাস সংঘাতে পশ্চিম তীরেও ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। অধিকৃত পশ্চিম তীরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার দুইশরও বেশি।

ইসরায়েল এখন গাজা অবরুদ্ধ করে রেখেছে। সেখানে পানি, বিদ্যুৎ ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েল গাজা সিটিসহ উত্তর দিকের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইসরায়েল,হামলা,আহত,সংখ্যা,গাজা,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close