• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৭১

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২৩, ১৬:২৮
আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ গাজায় সোমবার (১৬ অক্টোবর) রাতভর ইসরায়েলি বিমান হামলায় ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার (১৭ অক্টোবর) আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর প্রাথমিকভাবে প্রথমে ২৫ জনের ও পরে ৫৪ জনের কথা বলা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এর আগে গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে।

গাজার একটি মেডিকেল সূত্র আরো জানায়, রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোতে চালানো বোমা হামলায় আরো কয়েকশ মানুষ আহত হয়েছেন।

এদিকে, এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রাতে গাজা উপত্যকায় হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি বোমা ছুড়েছে।

গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। আল জাজিরা বলছে, উত্তর গাজা উপত্যকার কিছু এলাকায় ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা'র তথ্য মতে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০০ জন।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে তিন হাজার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,হামলা,বিমান,গাজা,ইসরায়েল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close