• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চীন চায় ইসরায়েল-হামাস দ্বন্দ্ব দ্রুত শেষ হোক: শি জিনপিং

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২৩, ১৭:৪২
আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল-হামাস দ্বন্দ্বের দ্রুত সমাধান দেখতে চায় চীন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চীন চায় ইসরায়েল-হামাস যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হোক। সংঘাতের স্থায়ী সমাধানের জন্য আরব সরকারগুলির সঙ্গে কাজ করতেও ইচ্ছুক বেইজিং।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শি আরও বলেছেন যে সংঘাতের প্রসারণ বা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকাতে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি করা অত্যাবশ্যক ছিল। এই সপ্তাহে চীনের বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগদানকারী মধ্যপ্রাচ্যের একমাত্র সিনিয়র প্রতিনিধি মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির সঙ্গে দেখা করার পর প্রেসিডেন্ট শি এসব কথা বলেন।

শি মোস্তফা মাদবউলিকে বলেন, ‘গাজায় মানবিক সহায়তা দেওয়ার জন্য মিসরের প্রচেষ্টাকে সমর্থন করে চীন’।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস চলমান দ্বন্দ্ব শুরু হওয়ার পর চীনা প্রেসিডেন্ট প্রথমবারের মতো ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে মন্তব্যটি করেন।

শি আরও বলেন, চীন অবকাঠামো, কৃষি প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তিতে সহযোগিতা জোরদার করতে মিসরের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং সক্ষম চীনা বিনিয়োগকারীদের মিসরে বিনিয়োগ করতে উত্সাহিত করবেন। সূত্র: রয়টার্স।

শি জিনপিং,দ্বন্দ্ব,চীন,ইসরায়েল,হামাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close