• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত থামান: রাহুল গান্ধী

প্রকাশ:  ২১ অক্টোবর ২০২৩, ০৯:২৭
আন্তর্জাতিক ডেস্ক

হামাস ও ইসরায়েলের চলতি যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি বৃহস্পতিবার এই আহ্বান জানান।

এতে হামাস কর্তৃক বেসামরিক মানুষ হত্যা এবং ইসরায়েলি বাহিনীর আক্রমণে ফিলিস্তিনি হত্যা নিয়ে সমালোচনা করেন তিনি। রাহুল গান্ধী বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের এই চক্রাকার সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে।

রাহুল আরো বলেন, ‘শিশুসহ গাজার হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা এবং খাদ্য, পানি ও বিদ্যুৎ বন্ধ করে দিয়ে লাখ লাখ মানুষকে একযোগে শাস্তি দেওয়ার মতো বিষয়। একই সঙ্গে হামাস নিরপরাধ ইসরায়েলিদের হত্যা করেছে এবং জিম্মি করেছে। এ সব কিছুই বন্ধ করতে হবে।’ সূত্র: এনডিটিভি

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাহুল গান্ধী,সংঘাত,ইসরায়েল,ফিলিস্তিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close