• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আল-শিফা হাসপাতালের ভেতরে-আশপাশে পচতে শুরু করেছে মৃতদেহ

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২৩, ০০:৪০
আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের ভেতরে ও আশপাশে মৃতদেহ স্তূপ হয়ে পচতে শুরু করেছে। গাজার চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মারওয়ান আল-বারশ বলেন, শতাধিক মৃতদেহ’ উঠানে স্তূপ করে রাখা হয়েছে। জ্বালানির অভাবে মর্গে পরিস্থিতি আরো খারাপ।

বিবিসি আরবির গাজা লাইফলাইন প্রগ্রামে আল-বারশ বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী জেনারেটরগুলো লক্ষ্য করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। ফলে মৃতদেহগুলোতে পচন ধরেছে। আমরা মৃতদেহগুলো থেকে কীট বের হতে দেখছি।

আল-বারশ জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হুমকির কারণে তারা মৃতদের দাফন করতে পারছেন না।

তিনি বলেন, আমরা দখলদার বাহিনীর সঙ্গে সমন্বয় করার চেষ্টা করেছি, যাতে আমাদের হাসপাতালের ভেতরে মৃতদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়। তবু কেউ হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে সরাসরি গুলি করা হচ্ছে।

ইসরায়েল দাবি করেছে, আল-শিফার নিচে হামাসের একটি কমান্ড সেন্টার রয়েছে।

এ বিষয়ে আইডিএফ মুখপাত্র লিবি ওয়েইস বলেন, আমরা নিশ্চিতভাবে জানি। আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যা এটিই বলছে।

আইডিএফ একটি ত্রিমাত্রিক উপস্থাপনা প্রকাশ করে দাবি করেছে, হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গের নেটওয়ার্ক রয়েছে। তবে হামাস অস্বীকার করে যে তারা হাসপাতালটি ব্যবহার করছে বা তার নিচে তাদের অপারেশন সেন্টার রয়েছে। ভেতরের ডাক্তাররাও জোর দিয়ে বলছেন, সেখানে হামাসের উপস্থিতি নেই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃতদেহ,আশপাশ,আল-শিফা,হাসপাতাল,ভেতর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close