• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রম অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২৩, ১৬:০১
আন্তর্জাতিক ডেস্ক

এবার শ্রম অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বে শ্রমিকের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম পরিবেশের উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা অনুসারে প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা প্রকাশ করে বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশনা বাস্তবায়ন শুরু করবে।

তিনি বলেন, সরকারের নতুন এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের ভেতর প্রেসিডেন্ট বাইডেনের নীতির আলোকে শ্রমিক ও ইউনিয়নের ক্ষমতায়নকে এগিয়ে নেবে। মিশনপ্রধান ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রেসিডেন্টের নির্দেশনায় প্রথমবারের মতো শ্রম কূটনীতিতে সরাসরি সম্পৃক্ত হতে বলা হয়েছে।

এই নির্দেশনা বর্তমান কর্তৃপক্ষকে কূটনৈতিক, বৈদেশিক সহায়তা, বিশ্ব বাণিজ্য, অর্থনৈতিক সহায়তা ও আইনের সেঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বজুড়ে শ্রম অধিকারকে সমুন্নত করতে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যুক্তরাষ্ট্র,লঙ্ঘনকারী,শ্রম অধিকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close