• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু শুক্রবার: কাতার

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০২৩, ০০:০৯
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে শুক্রবার (২৪ নভেম্বর)। এ তথ্য নিশ্চিত করেছে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেন, সকাল ৭টায় (স্থানীয় সময়) চার দিন গাজায় যুদ্ধবিরতি থাকবে। চুক্তি অনুযায়ী শুক্রবার বিকেল চারটায় প্রথম ধাপে ১৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ৫০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, শুক্রবার হামাসের হাতে জিম্মি নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ ক্ষেত্রে একই পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া হবে। কাতার আশা করছে, সকাল ৭টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যতো দ্রুত সম্ভব গাজায় মানবিক সহায়তা পাঠানো শুরু হবে।

হামাসও যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয় নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংগঠনটির সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড বলেছে, আগামীকাল সকাল ৭টায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হবে। এ সময় হামাস ও ইসরায়েল সব ধরনের সামরিক কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকবে।

কাসেম ব্রিগেড আরো বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রতিদিন চার ট্রাক জ্বালানি ও ২০০ ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যুদ্ধবিরতি,গাজা,কাতার,ফিলিস্তিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close