• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুজরাটে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২৩, ১০:২৫
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাট রাজ্যে বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। সোমবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রোববার গুজরাট রাজ্যে আকস্মিক বৃষ্টিপাতের মধ্যেই বজ্রপাত হয়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসিইওসি) জানায়, রোববার গুজরাটের ২৫২ টি মহকুমার মধ্যে ২৩৪ টির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলি জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এসব জেলায় মাত্র ১৬ ঘণ্টায় ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত ‍বৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্যানুসারে, সোমবার বৃষ্টিপাত কমবে বলে আশা করা যাচ্ছে। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, গুজরাটের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি অপূরণীয় ক্ষতির জন্য আমি গভীর শোক প্রকাশ করছি।

এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, স্থানীয় প্রশাসন ত্রাণের জন্য কাজ করছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,গুজরাট,বজ্রপাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close