• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদ্‌যাপন

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০২৩, ২২:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

স্বাধীনতাসংগ্রামের অভীষ্ট লক্ষ্য ছিল এক উদার, উন্নত, অবদানক্ষম, সমতাভিত্তিক, গণতন্ত্রী বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণে সবাইকে সম্মিলিতভাবে অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার। বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান আজ শনিবার সকালে এই মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, দেড় দশক ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। স্বাধীনতার মহান চেতনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপম আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব সবাইকে পালন করতে হবে।

আজ শনিবার সকালে যথাযথ মর্যাদায় হাইকমিশনে বিজয় দিবস উদ্‌যাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে হাইকমিশন দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে হাইকমিশনে আয়োজিত আলোচনা সভায় বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুক্তিযুদ্ধের ওপর এক বিশেষ তথ্যচিত্রও প্রদর্শিত হয়। বিজয় দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর।

হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ বলেন, শনিবার ছুটির দিন বলে আগামী সোমবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে হাইকমিশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে ভারতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্তা, নাগরিক সমাজ, বিদেশি কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।

দিল্লিতে,বিজয় দিবস উদ্‌যাপন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close