• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চাঁদে মানুষ পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০২৩, ২২:৪৭
পূর্বপশ্চিম ডেস্ক

চাঁদে আন্তর্জাতিক মহাকাশচারী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ ঘোষণা দেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ন্যাশনাল স্পেস কাউন্সিলের এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

বৈঠকটিতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানও উপস্থিত ছিলেন। কমলা হ্যারিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশচারী চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন। সিএনএন।

প্রতিটি পরিকল্পিত আর্টেমিস চাঁদ-অবতরণ মিশনে চারজন নভোচারীর জন্য জায়গা থাকবে। তবে প্রত্যেক নভোচারী চাঁদে হাঁটবেন না।

প্রতি মিশনে মাত্র দুজন মহাকাশচারী চাঁদের পৃষ্ঠে নামবেন। আর বাকি দুজন শুধু ওরিয়ন মহাকাশযান বা গেটওয়ে নামক একটি ছোট মহাকাশ স্টেশনে থেকে চাঁদকে প্রদক্ষিণ করবেন।

এর আগেও যুক্তরাষ্ট্র আর্টেমিস মিশনে চাঁদের চারপাশে আন্তর্জাতিক মহাকাশচারীদের উড্ডয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিল।

যুক্তরাষ্ট্র,মহাকাশচারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close