• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যে কারণে পুতিনের বিরুদ্ধে নির্বাচনে লড়তে পারবেন না ডান্টসোভা

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:২৬
পূর্বপশ্চিম ডেস্ক

সাবেক টেলিভিশন সাংবাদিক ইয়েক্যাতারিনা ডান্টসোভাকে রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিপক্ষে নির্বাচনী লড়াই করা হচ্ছে না তার।

শনিবার রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন ‘নথিতে ভুল’ উল্লেখ করে ডান্টসোভার আবেদন খারিজ করে দেয়।

গত ২০ ডিসেম্বর ডান্টসোভা নির্বাচন কমিশনে প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য আবেদন করেন।

রাশিয়ার নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা জানান, কমিশনের সদস্যরা সবাই ডান্টসোভার আবেদনকে নাকচ করে দিয়েছেন। এতে করে মার্চের নির্বাচনে পুতিন সহজেই জিততে চলেছেন।

প্রেসিডেন্ট হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার অঙ্গীকার করেছিলেন ডান্টসোভা। পুতিনের সমালোচকদের মতে, ডান্টসোভার আবেদন ভেস্তে যাওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণ হয় যে, পুতিনের বিরুদ্ধে কেউই দাঁড়াতে পারবে না।

এদিকে দেশের ৮০ শতাংশ জনগণ পুতিনকেই প্রেসিডেন্ট হিসেবে চায় বলে মন্তব্য করেছে ক্রেমলিন।

এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সি ডান্টসোভা বলেছিলেন, নির্বাচন করা আমার অধিকার। এর জন্য অনুমতি কেন লাগবে বুঝতে পারছি না।

এই মুহূর্তে পুতিনের তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই। পুতিনের বিপক্ষে দাঁড়াতে পারে এমন প্রত্যেকেই হয় জেল খাটছেন নয়তো দেশের বাইরে নির্বাসনে আছেন।

ভ্লাদিমির পুতিন,রাশিয়া,নির্বাচন,ডান্টসোভা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close