• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাজায় ইসরাইলের হামলায় একদিনে নিহত ৪৫

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০২৩, ১৯:১৮
পূর্বপশ্চিম ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার ভোরে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ডেইলি সাবাহর।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল-ফুখারিতে ইসরাইলি বোমা হামলায় ১১ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ফিলিস্তিনিদের একটি বাসভবন লক্ষ্য করে হামলা চালালে অন্তত ২০ জন নিহত হয়।

রাফার আল-শাবুরা শরণার্থী শিবিরে বোমা হামলায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইল।

শিবিরের একটি মসজিদ ও কমপক্ষে দুটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় ১৪ জন নিহত হয়।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রায় ১২ সপ্তাহ আগে ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে ২১ হাজার ৫০৭ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বলা হয়, সংঘর্ষে গাজায় ৫৫ হাজার ৯১৫ জন আহত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজার ২৪ লাখ মানুষের মধ্যে ৮০ শতাংশেরও বেশি তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, যুদ্ধের সময় তাদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৩০৮ জন নিহত হয়েছে।

ইউএনআরডব্লিউএ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, জাতিসংঘের বিভিন্ন স্থানে আশ্রয় নিতে গিয়ে মোট এক হাজার ৯৫ জন আহত হয়েছেন।

ফিলিস্তিন,হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close