• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চীনে ক্ষেপণাস্ত্র নজরদারির দায়িত্বে থাকা নয় সেনা কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২৩, ২২:২৩
পূর্বপশ্চিম ডেস্ক

সেনাবাহিনীর কৌশলগত ক্ষেপণাস্ত্র ইউনিটের চার জেনারেলসহ নয়জন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীন। নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগের পর ব্যাপক রদবদলের অংশ হিসেবে এ ঘটনা ঘটলো।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর এ কথা জানানো হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

তবে কর্মকর্তাদের অপসারণের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বেশ কয়েক মাস ধরেই প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। অক্টোবরে তাকে আকস্মিকভাবে বরখাস্ত করা হয়। এরপর থেকেই সামরিক সংস্থায় উচ্চ-স্তরের পুনর্গঠন চলছিল।

এ বছরের মার্চে নিয়োগ পাওয়ার ছয় মাস পর আগস্ট থেকেই অদৃশ্য হয়ে যান লি। অক্টোবরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হন তিনি।

কৌশলগত পদে এক মাস ধরে শূন্যতার অবসান ঘটিয়ে শুক্রবার ডং জুনকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ করেছে বেইজিং।

বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রাগারের দেখভাল করা সেনা ইউনিটের প্রধানকে নিয়ে দুর্নীতির তদন্ত শুরু হয়। এরপর সাম্প্রতিক মাসে চীনের গোপনীয় রকেট ফোর্সের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার ন্যাশনাল পিপলস কংগ্রেস থেকে বহিষ্কৃত নয়জন কর্মকর্তা অনির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদে বসেছিলেন।

চীন,সেনাবাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close