• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৪, ১৬:১১
আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও আহত হয়েছেন আরো ২৮ জন। শুক্রবার (৫ জানুয়ারি) পশ্চিম জাভা প্রদেশের সিকালংকায় ধান ক্ষেতের পাশে স্থানীয় সময় ভোর ৬টার এই দুর্ঘটনাটি ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রেলওয়ে অপারেটর পিটি কেএআইয়ের মুখপাত্র আয়েন হানেপি বলেন, নিহতদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তিনি তুরাঙ্গা ট্রেনের কর্মী ছিলেন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি বলেন, আন্তঃনগর তুরাঙ্গা ট্রেন ও লোকাল ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তুরাঙ্গা পূর্ব জাভার সুরাবায়া থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে বান্দুং শহরের দিকে যাচ্ছিল। আর লোকাল ট্রেনের যাত্রী ছিলেন ১৯১ জন।

জাভা পুলিশের মুখপাত্র ইব্রাহিম টম্পো জানান, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সকল যাত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,ইন্দোনেশিয়া,সংঘর্ষ,মুখোমুখি,ট্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close