• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিক্ষোভে উত্তাল পোল্যান্ড

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২৪, ১৯:৫৯
নিজস্ব প্রতিবেদক

বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ পোল্যান্ড। গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশটির পার্লামেন্টের সামনে জড়ো হন কমপক্ষে ২ লাখ বিক্ষোভকারী। আইন ও বিচার (পিআইএস) পার্টির সমর্থকরা পোল্যান্ডের ওয়ারশতে রাষ্ট্রীয় মিডিয়া সংশোধন ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটিকে গ্রেফতারের প্রতিবাদে জড়ো হয় হাজারো পোলিশ। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল পিআইএস’ এর দুই নেতার কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। পোল্যান্ডের পতাকা আর সরকারের সমালোচনায় স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন হাজারো পোলিশ।

প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের নেতৃত্বে ইইউপন্থি জোট সরকার পিআইএস’এর আইন ও বিচারের বিভিন্ন নীতি বাতিলের উদ্যোগ নেয়ার পর থেকেই, দলটির নেতাকর্মীদের মধ্যে ছড়ায় উত্তেজনা। পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যমের মালিকানা পরিবর্তনের উদ্যোগও নিয়েছে বর্তমান সরকার।

বিক্ষোভ,আন্তর্জাতিক,পোল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close