• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চীনে দোকানে অগ্নিকাণ্ডে নিহত ৩৯

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২৪, ২২:৪৭
পূর্বপশ্চিম ডেস্ক

চীনে দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। বুধবার (২৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়ছে, স্থানীয় সময় বুধবার বিকেলে জিয়ানজি প্রদেশে এ ঘটনা ঘটে। প্রদেশের জিনয়ু শহরে একটি দোকানের বেজমেন্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত গ্লোবাল টাইমসের প্রতিবেদনে দেখা গেছে, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং মানুষ আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দিচ্ছে। যদিও এসব ভিডিও যাচাই করতে পারেনি বিবিসি।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি দেশটিতে ক্রমাগত অগ্নিকাণ্ডের ঘটনা কমানোর নির্দেশ দিয়েছেন।

দেশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। এর আগে সেন্ট্রাল হেনান প্রদেশে স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ১০ শিশু নিহত হন। এ ঘটনায় পুলিশ সাত স্টাফকে আটক করে। এ ছাড়া গত নভেম্বরে কোয়েল কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। ওই ঘটনায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

চীন,দোকান,অগ্নিকাণ্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close